মানুষ বলে প্রত্যেকটা পুরুষের সাফল্যের পিছনের একজন নারীর হাত থাকে। আমি বলি নারী পুরুষ সবার সাফল্যের পিছনে একজন নারীর হাত থাকে। আর সে নারী হলো আমাদের মা।

তুমি না থাকলে আমি যেমন পৃথিবীতে আসতেই পারতাম না, তেমনি তোমার ছায়া না থাকলে আমি, আমিই হয়ে উঠতাম না। আমার সবকিছুর মূলে রয়েছো তুমি।
অনেক ভালোবাসি মা যা বলে বোঝানো সম্ভব না, আর এও জানি যে আমি তোমাকে যত ভালোবাসি তার চেয়েও হাজারগুন বেশি তুমি আমাকে ভালবাসো। ![]()
মা তোমাকে কোন ধন্যবাদ না, বরং তোমার এই আনকন্ডিশনাল ভালবাসাই চাই আজীবন।
“মা”– স্বয়ংসম্পূর্ণ একটা শব্দ।তাই কিছু বলার নাই।আর “মা দিবস”?
আমার জন্য প্রতিদিন “মা দিবস”। তাই এ সম্পর্কেই বা কি বলব।শুধু বলতে চাই যে প্রকৃত মানুষের মায়ের প্রতি ভালবাসা দিন দিন বেড়েই চলে।কারণ মায়েরা যখন বৃদ্ধ হয়ে যান তখন তারাই আমাদের সন্তান হয়ে যান।এমন ভাবেই যেন আমাদের মানুষিকতা বেড়ে ওঠে।


😍
Thank you <3